January 11, 2025, 3:15 pm

সংবাদ শিরোনাম

মোংলা পোর্ট পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র উদ্বোধন

মোংলা প্রতিনিধি:
মোংলা পোর্ট পৌরসভা কার্যালয়ে (পৌর মার্কেট কাম কমিউনিটি সেন্টারে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল চিত্রের উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বুধাবার (০৮ জুলাই) বেলা ১২ টায় ম্যুরাল উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, কাউন্সিলর, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আল আমিন গাজী, পৌর সেস্বাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, সহ মোংলা পোর্ট পৌরসভার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ সময় পৌর মেয়র শেখ আঃ রহমান বলেন, মোংলা পোর্টপৌরসভার উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা ও স্বাধীন মানচিত্র দিয়ে গেছেন। তিনি তার সারা জীবন ধরে গরীব দুঃখী মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। মেয়র শেখ আঃ রহমান বলেন, একাত্তরে ধর্মের নামে দেশের মানুষকে হত্যার ইন্ধন দিয়েছিল মৌলবাদী শক্তি। স্বাধীনতার পরও সেই মৌলবাদী শক্তি বিভিন্ন সময়ে ষড়যন্ত্র চালিয়েছে। তারই ধারাবাহিকতায় এখনও মৌলবাদী শক্তি দেশে অস্থিরতা চালিয়ে যাচ্ছে। যখন জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়, তখন তারা চুপ থাকলেও বর্তমানে স্বাধীনতা বিরোধীদের শক্তি জোগাতে ও স্বাধীনতায় আঘাত হানার জন্য তারা এ ধরনের পাঁয়তারা করছে। মেয়র বলেন, খুব শিগ্রহী মোংলা পোর্ট পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির বৃহত্তম ম্যুরাল উদ্বোধন করা হবে। যে ম্যুরালটি হবে মোংলার মধ্যে সর্ববৃহৎ, অত্যাধুনিক প্রযুক্তির ও সবচেয়ে সুন্দর, দৃষ্টিনন্দন ডিজাইনের।

বায়জিদ হোসেন,

Share Button

     এ জাতীয় আরো খবর