“রাহুল পারভেজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃখনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৫জুন) সকাল ১১ টায় সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী দুলালের সভাপতিত্বে ও সবুজ আন্দোলন ছাত্র পরিষদের যুগ্ম-আহবায়ক নেহাল আহম্মেদ প্রান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল ওহাব, সান্তাহার পৌরসভার ১ নং প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, আদমদীঘি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সজল, সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার সদস্য সচিব ও সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ, সবুজ আন্দোলন উপজেলার যুগ্ম-আহবায়ক সাগর খান, ছাত্র পরিষদের সদস্য রাহুল পারভেজ, সদস্য রাকিবুল হাসান, আদমদীঘি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা মূসা, সাজিদ, পাপ্পু প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এলাকা কৃষি পণ্যের উপর নির্ভরশীল। পরিবেশ বান্ধব কৃষি পণ্য উৎপাদন করতে পারলে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়া সম্ভব। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সবুজ আন্দোলনের এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই।