January 11, 2025, 3:39 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

খাগড়াছড়ির গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক বিবেচনায় আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা মুসলিম পাড়া এলাকার জমাদার পাড়ায় অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্থ  স্থানীয় আবু তাহেরর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়েছেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

রবিবার বিকালে গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,উপজেলা ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা,স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম সহ স্বরজমিনে তদন্ত পূর্বক ঘরটি বরাদ্দ দেন উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

এর আগে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই পরিবারকে মানবিক সহায়তা হিসেবে চারবান টিন ও নগদ অর্থ  সহায়তা দেওয়া হয়েছে।

ঘরটি বরাদ্দ পেয়ে আবু তাহের বলেন, আগুনে তার সব শেষ হয়ে গেছিলো।উপজেলা নির্বাহী অফিসার মানবিক ভাবে তাকে টিন,নগদ সহায়তা দিয়ে তার পরিবারটিকে বেচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন।এবার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়ে  পরিপূর্ণভাবে বসবাসের জন্য  তার পরিবারকে সহযোগিতা করেছেন। এজন্য তিনি ও তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা বলেন,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের পর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কম্বল সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক ভাবে বিভিন্ন  সহযোগিতা দেওয়া হয়েছে।এবার উপজেলা প্রশাসন নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর