-
- জেলা সংবাদ, রাজশাহী, সারাদেশে
- রাজশাহীতে আরএমপি ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় May, 26, 2022, 10:51 am
- 170 বার পড়া হয়েছে
এস আর,সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে ২৬০ পিস ট্যাপেন্টাডল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। গ্রেপ্তারকৃত ইয়ানুস আলী (৩৫) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ মে মঙ্গলবার বিকেল পৌনে ৬ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি টিম বিকেল ৬ টার দিকে রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২৬০ পিচ ট্যাপেন্টাডলসহ ইয়ানুস আলী (৩৫) কে হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর