-
- জেলা সংবাদ
- কালাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
- আপডেট সময় May, 13, 2022, 4:05 pm
- 172 বার পড়া হয়েছে
মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ববজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে শ্রিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় হাসান (১৩) উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রিপুর গ্রামের রবিউল ইসলাম (৩৭) এর ছেলে।
নিহতের দাদা মুনছুর ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের জমিতে ছাগল, হাস-মুরগী ধান খায় এবং নষ্ট করে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় সকাল ১০ টার সময় নাতি হৃদয় কে নিয়ে জমির ধান রক্ষা করতে নেট জাল দিয়ে ঘিরে দিতে গেলে এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়। তখন আমরা দু জনেই কাছাকাছি থেকে হৃদয় হাতে দা দিয়ে খুঁটি গারতেছিল। বৃষ্টি শুরুর কিছুক্ষনের মধ্যে বজ্রপাত হলে তৎক্ষণাৎ অজ্ঞান হয়। চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ছেলেটি তার দাদার সাথে জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এ জাতীয় আরো খবর