-
- অপরাধ, জেলা সংবাদ
- হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ কর্তৃক আন্তজেলা দলের পাঁচ চোর চক্রের সদস্য গ্রেফতার।
- আপডেট সময় May, 13, 2022, 3:47 pm
- 188 বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল স্যারের তদারকি ও অফিসার ইনচার্জ জনাব,গোলাম মর্তুজা , পুলিশ পরিদর্শক (তদন্ত) দৌস মুহাম্মদ ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ নাজমুল হক কামাল স্যারদের তত্তাবধানে আমি এস আই মোঃ মমিনুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ও দক্ষিন সুরমা (এস.এম.পি) ও ওসমানীনগর থানা, সিলেট পুলিশের সহায়তায় গত ১১-০৫-২০২২ ইং তারিখ বিকাল-১৭.৩০ ঘটিকা হইতে ২১.১০ ঘটিকা পর্যন্ত সময়ে অভিযান পরিচালনা করিয়া হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১৭(০৪)২২ এর তদন্তপ্রাপ্ত আসামী ১/ মোঃ সাইফুল ইসলাম(২৮) , পিতা-সুফিয়ান আালী, সাং-নিজ সিলাম, থানা-মোগলাবাজার, ২/উজ্জল আহমেদ(২২), পিতা- আঃ হান্নান, সাং- ফুলদি ০৩/ আরিফুজ্জামান(১৯), পিতা-মৃত- ফজলু মিয়া, সাং- তেথলীলামাপাড়া উভয়থানা- দক্ষিণ সুরমা ০৪/ মোঃ জাবেদ মিয়া(৩০), পিতা- আঃ বারেক ০৫/ মোঃ মিজান মিয়া(২৫) পিতা- আতর আলী উভয়সাং- পশ্চিম সিরাজনগর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট দেরকে গ্রেফতার করিতে সক্ষম হই। আসামী, উজ্জল আহমেদ, আরিফুজ্জামান, মিজান মিয়া গন সকল আসামী ঘটনার সহিত জড়িত মর্মে সেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী ফোঃকাঃবিঃ আইনের ১৬৪ ধরার বিজ্ঞ আদালতে প্রদান করিয়াছেন। আসামিদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর