-
- জেলা সংবাদ, স্মরণীয়
- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবু জাফর চান মিয়া স্যার আর নেই
- আপডেট সময় May, 13, 2022, 3:08 pm
- 232 বার পড়া হয়েছে
কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মুকসুদপুর আইডিয়াল বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু জাফর চান মিয়া আজ ১৩ মে শুত্রুবার সকাল ৮.৫০ মিনিটে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সকালে তার শরীরে সামান্য সমস্যা দেখা দিলে ডায়বেটিস পরীক্ষা করানোর উদ্দেশ্য তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিছুক্ষনের মধ্যেই তিনি সেখানে মৃত্যু বরন করেন। উল্লেখ্য,তার মেঝে ছেলে মোস্তফা কামাল ঢাকা বিভাগের দোহার থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সসদ্য জনাব মুহাম্মদ ফারুক খান এমপি, মুকসুদপুর উপজেলা আওয়ামীলগের সভাপতি মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান মোঃ ওবাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক ইলিয়াচ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ জাতীয় আরো খবর