-
- জেলা সংবাদ
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মা-মেয়ের
- আপডেট সময় April, 21, 2022, 12:21 pm
- 162 বার পড়া হয়েছে
তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় সড়ক পারাপার করতে গিয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানা পুলিশ জানায়, উপজেলার তারাকান্দা ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের মো. আবদুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার (৩৫) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩) ময়মনসিংহ -হালুয়াঘাট সড়ক পার হয়ে বিপরীত পাশে যাচ্ছিলেন
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাস্তা পারাপার হতে দিয়ে অজ্ঞাত একটি যানবাহন মা মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর