কুড়িগ্রাম প্রতিনিধি:
রংপুর জেলার বিশাল জনপদ এলাকা কুড়িগ্রাম। কুড়িগ্রাম সদর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, রাজারহাটসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় গত দুদিন ধরে থেমে থেমে কখনো হাল্কা, কখনো মাঝারী ধরনের আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। তবে আজ শুক্রবার (১ এপ্রিল) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত গত তিন ঘন্টায় মুষলধারে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন।
টানা তিন ঘন্টা মুষলধারে বৃষ্টিপাতের কারনে বিপাকে পরেছেন কুড়িগ্রাম জেলার খেটে-খাওয়া, দিনমজুর, ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ
শুক্রবার সকাল ৯টার দিকে বিভিন্ন এলাকা ঘুরে রিকশাচালক, ভ্যানচালক, ঘোড়ার গাড়িচালক, সবজি বিক্রেতাসহ শ্রমজীবী মানুষদের বৃষ্টিতে ভিজে দূর্ভোগ নিয়ে চলতে দেখা গেছে। এসময় অনেকের সাথে কথা বলে জানা গেছে তাদের দূর্ভোগের কথা।
যাত্রাপুরের ঘোড়ার গাড়ি চালক মজিবর মিয়া ও আইনুল ইসলাম জানান, তারা নিয়মিত ভোরে শহরে আসেন ভাড়ার জন্য। কিন্তু গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারনে সময় মতো শহরে আসতে না পারায় ভাড়া জুটছে না। আজ ভোরে তিনি শহরে আসার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ভোর থেকেই অব্যাহত টানা বৃষ্টির কারনে তিনি ভাড়ার সন্ধানে বৃষ্টিতে ভিজেই শহরমুখী হয়েছেন। তবে আজও ভাড়ার অনিশ্চিয়তা রয়েছে বলে জানান তিনি।
এদিকে পাঁচগাছির নওয়াবস এলাকার কৃষক আকবর আলী জানান, ভোরে ঘুম থেকে উঠেই ক্ষেত থেকে পাটশাক উত্তোলন করেছি। কিন্তু বৃষ্টির কারনে ভিজেই বাজারে যাচ্ছি। কিন্তু বৃষ্টির দিনে ক্রেতা কম মেলে এবং অনেক ক্রেতা সংকটে লসে সবজি বিক্রি করতে বাধ্য হই।
অন্যদিকে ভোগডাঙ্গার পাটেশ্বরী এলাকার রিকশাচালক এরশাদুল হক জানান, বৃষ্টির কারনে সকাল থেকেই যাত্রী মিলছে না। এক-দুটো যাত্রী মিললেও বৃষ্টির কারনে তারা রিকশায় উঠছে না। কিন্তু জিনিস পত্রের অনেক দাম। আয় করতে না পারলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় দুদিনের টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল অঞ্চল গুলির অনেক এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরী হওয়ায় বিপাকে পড়েছেন ওইসব এলাকার মানুষজন।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলা জুড়ে গত ২৪ ঘন্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হলেও শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘন্টায় মুষলধারে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
প্রাইভেট ডিটেকটিভ/কুড়িগ্রাম