October 8, 2024, 11:38 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!
হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম

হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম,বিপাকে নিম্ন আয়ের মানুষরা।

টানা দুই দিনের বৃষ্টি কারনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
আজ সোমবার  ( ৭ ফ্রেবুয়ারী) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে কমেছে সবজির সরবরাহ।দুই দিনের ব্যবধানে ২০ টাকা দরে বিক্রি হওয়া বেগুন কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সিম এখন কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে,১৫ টাকা কেজির টমেটো বিক্রি হচ্ছে  ২৫ টাকা কেজি দরে,৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকা কেজি দরে,মটরশুঁটি ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে
 মোস্তাফিজ নামে একজন ক্রেতা বলেন, কিছু দিন থেকে হিলির বাজারে সবজির দাম অনেকটা কম ছিলো দুই দিন থেকে সব সবজির দাম বেড়েছে। আর এতে আমাদের সমস্যায়  পড়তে হচ্ছে। দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।
নাহিদ নামে এক রিকশাচালক বলেন,বৃষ্টির কারনে দুই দিন থেকে কামায় কমে গেছে। এদিকে বাজারে সব সবজির দাম বেড়েছে। কিনতে এসে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে চলায় কষ্টের এখন।
হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, টানা দুই দিনের বৃষ্টির কারনে দেশের বিভিন্ন স্থানে শীতকালীন সবজি নষ্ট হয়েছে । ফলে বাজারে সব সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে । আর কিছু দিন গেলে বাজারে সবজির দাম আরও কমে আসবে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি প্রতিনিধি
 দিনাজপুর।
Share Button

     এ জাতীয় আরো খবর