খালেদাকে জেলে নিলে সরকারের পতন: গয়েশ্বর চন্দ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলে নিলে তার মুক্তির আগেই সরকারের পতন ঘটাবো’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা কি তখন কান্নাকাটি করবো? ঘরে বসে থাকবো? না, খালেদার মুক্তি আগেই সরকারের পতন ঘটাবো। দেশ তখন কারাগারে পরিণত হবে।’ রোবাবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এ আলোচনার আয়োজন করে। এসময় গয়েশ্বর আরও বলেন, বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে। তিনি বলেন, বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু চিরকাল তা পারবেন না। সভায় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি মো. আলমগীর হোসেন লাবু, সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার প্রমুখ।