December 23, 2024, 8:50 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

মহামারি করোনার মধ্যেও ২০২০ সালে দেশে মানুষের গড় আয়ু দশমিক দুই শতাংশ বেড়ে ৭২ দশমিক আট বছরে দাঁড়িয়েছে। এছাড়া দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করেন।

প্রকাশনায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০, গড় আয়ু ৭২ দশমিক ৮ মাস। এর মধ্যে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ মাস এবং পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ মাস। এর আগে ২০১৫ সালে গড় আয়ু ছিলো ৭০ বছর ৯ মাস।

এছাড়া দেশে দরিদ্র মানুষের হার এখন সাড়ে ২০ শতাংশ। যা মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৩ কোটি। আর হত দরিদ্রের হার সাড়ে ১০ শতাংশ। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য আছে।

প্রকাশনায় আরো জানানো হয়, মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ। দেশে শিক্ষার হার বেড়ে ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তবে কমেছে শিশু ও মাতৃ মৃত্যু হার। এছাড়াও দেশের শতকরা ৯৬ দশমিক ২ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবার আওতায় রয়েছেন বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর