October 7, 2024, 11:26 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ

ডিটেকটিভ ডেস্কঃঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী বদিউজ্জামান জানান, শনিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস ইঞ্জিন ইউনিটের সুইচ ইয়ার্ডের কারেন্ট ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকট শব্দ হয়ে প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ৭টা ৫ মিনিটে ২৩০ কেভি বাসবারে কারেন্ট ট্রান্সফারে তেল লিকেজ হয়ে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্ট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্বীকার করে বলেন, ঘটনার পর আমাদের বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের প্রচেষ্টায় শনিবার রাত ৮টার মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট, ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্টের বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়েছে।

তবে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটের উৎপাদন এ রিপোর্ট লেখা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ৫নং ইউনিটের উৎপাদন কবেনাগাদ চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

কেন এ ঘটনা ঘটল- এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

Share Button

     এ জাতীয় আরো খবর