ডিটেকটিভ ডেস্কঃঃ
বাংলাদেশে এসে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী। সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
চেকপোস্টে তাকে স্বাগত জানাতে সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিল ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।
এসময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাথে আরো কিভাবে অংশরীদারিত্ব বাড়ানো যায় তা নিয়ে কাজ করা হবে।
বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দুরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব পদে কাজ করেছেন বিক্রম। মনমোহনের ঢাকা সফরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। নিউইয়র্কে ভারতের মিশনে রাজনৈতিক কাউন্সিলর এবং পরে দিল্লিতে সার্ক ডেস্কে কাজ করেছেন বিক্রম। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার। সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই কূটনীতিক।