December 23, 2024, 8:22 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

রাজশাহীতে করোনায় টানা ২৪ দিনে কারও মৃত্যু হয়নি!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
স্বাস্থ্যবিভাগের জরিপ অনুযায়ী রাজশাহী জেলায় টানা ২৪ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত (০১ সেপ্টেম্বর) এ জেলায় একজনের মৃত্যু হয়। এর আগে ৩০ আগস্ট এক রোগীর মৃত্যু হয়েছিল। রাজশাহী জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৪২ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০২০ ইং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার নওগাঁয় একজনের মৃত্যু হয়েছে। এই জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২১ জন। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ১৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ০৯ জন, জয়পুরহাটে ০৭ জন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ০৯ জন মারা গেছেন।
এদিকে বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) বিভাগে নতুন ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ০৫ জন, নাটোরে ০৬ জন, বগুড়ায় ০৩ জন এবং সিরাজগঞ্জ ০৫ জন ও পাবনায় ০৫ জন করে শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৭০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৯১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭১ জন, নওগাঁয় এক হাজার ২৮৩ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে এক হাজার ৬৯ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪০ জন এবং পাবনায় এক হাজার ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
অপরদিকে, বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) বিভাগের ১৪৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় ০৩ জন, নাটোরে ২৫ জন, জয়পুরহাটে ১৮ জন, বগুড়ায় ৩০ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ০৩ জন সুস্থ হয়েছেন।
রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট করোনাজয়ীর সংখ্যা ১৭ হাজার ৫১০ জন। এ পর্যন্ত রাজশাহীর ৪ হাজার ৪৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৭৫ জন, নাটোরের ৮১৮ জন, জয়পুরহাটের ১ হাজার ০৫ জন, বগুড়ার ৬ হাজার ৬০৫ জন, সিরাজগঞ্জের ১ হাজার ৬৯৬ জন এবং পাবনার ১ হাজার ১২ জন করোনার ভয়াল থাবা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর