January 17, 2025, 9:22 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

৪ অক্টোবর চালু হচ্ছে পবিত্র ওমরাহ

ডিটেকটিভ ডেস্কঃঃ

তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। ৪ অক্টোবর প্রথম ধাপে এবং তৃতীয় ধাপে ১ নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরাহর কার্যক্রম। মঙ্গলবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, প্রথম ধাপে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। পরে ধাপে ধাপে অন্য দেশের জন্য ওমরাহ চালু হবে।

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে মার্চ থেকেই বন্ধ কাবা শরিফ। ৬ মাসের বেশি সময় পর ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন।

স্বাস্থ্য সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়ে তিন ধাপে ওমরাহ কার্যক্রম শুরুর কাজ করছে মন্ত্রণালয়। ১ম ধাপ শুরু হবে ৪ অক্টোবর। এ ধাপে স্বাভাবিক ধারণ ক্ষমতার ৩০ ভাগ প্রায় ৬ হাজার মানুষ ওমরায় অংশ নিতে পারবে। অনুমতি পাবেন সৌদির নাগরিক ও প্রবাসীরা।

এরপর ১৮ অক্টোবর হতে দ্বিতীয় ধাপে তা বাড়িয়ে ৭৫ ভাগ করা হবে। দৈনিক ১৫ হাজার মুসল্লি ওমরাহ এবং ৪০ হাজার মুসল্লি মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবেন।

তৃতীয় ধাপে ১ নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরাহর কার্যক্রম। এই ধাপে সৌদির বাইরে অবস্থানরত বিদেশিরাও ওমরাহ হজে অংশ নিতে পারবেন। ওইদিন থেকে প্রতিদিন ২০ হাজার ওমরাহকারী এবং ৬০ হাজার মুসল্লি মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ আদায় করতে পারবেন। চতুর্থ ধাপে, করোনার ঝুঁকি আর থাকবে না, তখন স্বাভাবিক হবে গ্র্যান্ড মসজিদের কার্যক্রম।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ মাশাত বলেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ওমরাহ কার্যক্রম পরিচালনা ও ওমরায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে একটি ফোরাম গঠন করা হয়েছে। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ওমরাহ যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে দেশটি।

Share Button

     এ জাতীয় আরো খবর