October 8, 2024, 10:52 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

ইউএনও ওয়াহিদার জ্ঞান ফিরেছে

ডিটেকটিভ ডেস্কঃঃ

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। এরআগে বৃহস্পতিবার রাতে সফল অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। তাকে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যবেক্ষণ শেষে বলা যাবে তিনি শঙ্কা মুক্ত কি না।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে বৃহস্পতিবার রাত ন টার দিকে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার শুরু হয়। এতে অংশ নেন ছয়জন চিকিৎসক। দুই ঘণ্টার বেশি সময় নিয়ে অস্ত্রপোচার শেষে ওয়াহিদা রাখা হয়েছে নিবিড় পর্যেবক্ষণে।

অস্ত্রপোচার শেষে হাসপাতালটির নিউরো-ট্রমা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন জানান, ওয়াহিদা খানমের মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিলো। মাথার হাড়ও ভাঙ্গা ছিলো এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তবে সফল অস্ত্রপোচারের কারণে তার সুস্থতার আশা করছেন তারা।

তিনি আরো জানান, হামলায় ওয়াহিদা খানমের ডান পাশ অবশ হয়ে যায়। কিছুটা সময় নিলেও তা স্বাভাবিক হবে। তবে মাথায় আঘাত লাগায় তিনি শঙ্কা মুক্ত কি না তা, এখনই বলা যাচ্ছে না।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ইউএনওকে হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর