December 23, 2024, 4:15 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

জামালপুরের মেলান্দহে ডা: সুলতানা পারভীনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ

শামীম আলম , জামালপুরঃ
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা: সুলতানা পারভীন নামে গাইনী বিশেষজ্ঞের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের কক্ষ থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের পাশ থেকে ব্যবহৃত পেথেডিন ও ডায়রী উদ্ধার করে পুলিশ।
জামালপুরের সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস জানান, ডা: সুলতানা পারভীন প্রায় চার বছর আগে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের একটি কক্ষে বসবাস করেই তিনি সেখানে তার দায়িত্ব পালন করতেন। আজ রবিবার সারাদিন কর্মস্থলে না আসায় বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা তার আবাসিক ভবনে খোঁজ নিতে গেলে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে তারা মেলান্দহ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুলতানা পারভীনের কক্ষের তালা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তার ছোট বোন জামালপুর আসছেন।এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, ওই চিকিৎকের মৃতদেহের পাশ থেকে ৫টি ব্যবহৃত পেথেডিন ও একটি ডায়রী উদ্ধার করা হয়েছে। ডায়রীতে থাকা লেখা পড়ে অনুমান করা হচ্ছে মানসিক অবসাদ থেকে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারন জানা যাবে।নিহত চিকিৎসক সুলতানা পারভীন(৩৫) এর বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। ব্যক্তি জীবনে অবিবাহিত সুলতানা পারভীন ৩০তম বিসিএস এর চিকিৎসক ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর