ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
করোনাভাইরাস ছোঁয়াচে রোগ হওয়ায় বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।কিন্তু মহামারীর মধ্যেই টেস্ট সিরিজ খেলতে নেমে দীর্ঘদিনের পুরোনো সেই অভ্যাস ভুলতে পারেননি ইংলিশ ক্রিকেটার ডম সিবলি।গতকাল ১৯ জুলাই ২০২০ ইং তারিখ রোববার ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় নিজের অজান্তেই বলে থুতু লাগান সিবিল। বিষয়টি নজরে আসে আম্পায়ার মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওয়ার্থের। দুই ফিল্ড আম্পায়ারের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এ ইংলিশ ক্রিকেটার। প্রথমবার এমন ভুল করায় আম্পায়াররা অবশ্য হার্ডলাইনে যাননি।বলে থুতু লাগানোর কারণে আম্পায়াররা বল স্যানিটাইজ করে আবার খেলা শুরু করেন।এরপর আর কোনো সমস্যা হয়নি।সাউদাম্পটনের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৪৬৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ফলোঅন এড়িয়ে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।১৮২ রানের লিড নিয়ে রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শেষ বিকালে ১৭ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। সোমবার সকালে খেলতে নেমে টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করেন বেন স্টোকস। ইংলিশ এ ওপেনারের ৫৭ বলের অপরাজিত ৭৮ রানে ভর করে ৩ উইকেটে ১২৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।সাউদাম্পটন টেস্ট জিতে ১-০তে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ম্যানচেস্টারে পরাজয়ের শঙ্কায়। হার এড়াতে হলে সোমবার প্রায় পুরোদিন (৮৩ ওভার) ব্যাটিং করতে হবে ক্যারিবীয়দের। ৩১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিররিত আগেই ২৫ রানে ৩ উইকেট হারিয়েছে উইন্ডিজ।স্টুয়ার্ড ব্রড এবং ক্রিস ওকসের গতির মুখে পড়ে সাজঘরে ফিরেছন ক্যারিবীয় টপঅর্ডার তিন ব্যাটসম্যান ক্যাম্পবেল, ক্রেইগ ব্রাথওয়েট ও শাই হোপ।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল