October 7, 2024, 9:22 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

এবার মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত পুতিন সরকারের সর্বোচ্চ কর্মকর্তা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ।রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।করোনায় আক্রান্ত হওয়ার খবর পেসকভ নিজেই সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন।পেসকভ বলেছেন, হ্যাঁ, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে আমি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।পেশকভ রাশিয়ার সরকারের সর্বোচ্চ কর্মকর্তা এবং পুতিনের মুখপাত্র হলেও গত এক মাসের বেশি সময় ধরে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়নি তার।গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজকর্ম পরিচালনাসহ নানা নির্দেশ দিয়ে আসছেন পুতিন।উল্লেখ্য, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটি আক্রান্তের দিক দিয়ে যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়েছে।প্রাণঘাতী করোনা হানা দিয়েছে রাশিয়ার সরকার পরিচালনা পরিষদেও। এপ্রিলের শেষের দিকে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হন।একই মাসে রাশিয়ার নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ এবং তার মন্ত্রণালয়ের উপমন্ত্রী করোনায় আক্রান্ত হন।এরপর চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ওলগা লিয়াবিমোভা।করোনায় ভয়াবহভাবে আক্রান্ত হওয়ার পরও সোমবার ছয় সপ্তাহ ধরে চলা লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে লকডাউন শিথিল করার কথা জানান তিনি। মঙ্গলবার থেকে নির্মাণখাত ও কারখানার শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দেয়া হয়েছে সেখানে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৯৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। মোট মারা গেছে ২ হাজার ১১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৫১২ জন। হাসাপাতালে চিকিৎসাধীন ১ লাখ ৮৬ হাজার ৬১৫ জন। এদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর