September 22, 2024, 3:33 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

উলিপুরে দরিদ্র অবিভাবকদের মাঝে বিদ্যালয় কমিটির খাদ্য সহায়তা প্রদান

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামে উলিপুরে গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির উদ্যোগে ওই বিদ্যালয়ের দুই শতাধিক দরিদ্র অভিভাবক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ রায়, মাদ্রাসা অধ্যক্ষ আহমদ হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকগণ। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ ও রসুনসহ অন্যান্য সামগ্রী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করেছে। এটা ভালো ও ব্যাতিক্রমী উদ্যোগ। আমি মনে করি সকল বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবকদের এভাবেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এতে করে দুর্যোগ মোকাবিলা করা অনেকটা সহজ হয়ে উঠবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর