কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ
বোয়ালমারী পৌর সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জেরী একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মোজাফফর হোসেন বাবলু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আব্দুস সামাদ খান। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, মনিকা রাজবংশী, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ মো. মঞ্জু, খান আতাউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান।
প্রাইভেট ডিটেকটিভ/৪ মার্চ ২০২০/ইকবাল