ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
দলে নেই ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল, করিম বেনজামা।এক কথায় একেবারেই ভেঙ্গে পড়েছিল রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ।তবে সেই আক্রমণভাগের দুর্বলতাকে ছাপিয়ে গতকাল ০৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার ফাইনাল নিশ্চিত করলো মাদ্রিদ।সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে যায় জিদান শিষ্যরা।সেমি-ফাইনালের প্রথমার্ধের ১৫তম মিনিটে টনি ক্রুসের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরই ৩৯ মিনিটের মাথায় মাদ্রি দের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইসকো। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। ম্যাচের দ্বিতী য়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৬৫ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল বেশ নৈপুণ্যের সঙ্গেই ভ্যালেন্সিয়ার জালে পাঠান তিনি। এটি ছিল ভ্যালেন্সিয়ার ফাইনালে যাওয়ার স্বপ্নের কফিনে মাদ্রিদের তৃতীয় ও শেষ পেরেক।ম্যাচের একবারে শেষের দিকে অর্থাৎ অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে ভ্যালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন দানি পারেহো। শেষ পর্যন্ত ৩- ১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।এর আগে লা লিগার দুই ম্যাচে এই ভ্যালে ন্সিয়ার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল।তবে এবার ভিন্ন প্রতিযো গিতায় এবার সেই দলকেই ৩-১ গোলের ব্যবধানে সেমি-ফাইনাল থেকে উড়িয়ে দিল জিদা নের শিষ্যরা।আজ অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতি কো মাদ্রিদ। আগামী ১২ জানুয়ারি ২০২০ ইং তারিখ রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ জানুয়ারি ২০২০/ইকবাল