January 18, 2025, 2:42 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

ফের নতুন ছবিতে রাইমা সেন

ফের নতুন ছবিতে রাইমা সেন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আবারও সৃজিতের ছবিতে কাজ করছেন বলিউড ও টালিউড অভিনেত্রী রাইমা সেন। এ ছবিতে ভিন্ন ধারার ও আকর্ষণীয় একটি চরিত্রে দেখা যাবে এই তারকাকে। ছবির নাম ‘দ্বিতীয় পুরুষ’। তবে কি ধরনের চরিত্র- তা এখনও প্রকাশ করতে রাজি নন তিনি। ১৭ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এতে তার বিপরীতে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। রাইমা জানান, বহুল আলোচিত ২২ শে শ্রাবণ ছবির সিক্যুয়াল বলা চলে ছবিটিকে। ‘২২ শে শ্রাবণ’ যেখান থেকে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘দ্বিতীয় পুরুষ’। তবে এই ছবির গল্প ও চরিত্র পুরোটাই ব্যতিক্রম। জানা গেছে, আগামি বছর টালিউডে সৃজিত মুখোপাধ্যায় দশ বছর পূর্ণ করতে চলেছেন। তার এই দশ বছর পূর্তিতেই তিনি দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছেন ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘২২ শে শ্রাবণ’-এর স্পিন অফ ‘দ্বিতীয় পুরুষ’। ছবির ঘোষণা বেশ কিছুদিন আগেই করে দিয়েছিলেন পরিচালক। বর্তমানে এই পরিচালকের ‘গুমনামি’ ছবিটি বক্স অফিস কাঁপাচ্ছে। আগামি ১৮ অক্টোবর ছবিটি হিন্দিতে মুক্তি পাচ্ছে। এর মধ্যেই আগামি ছবির কাজ বেশ খানিকটা এগিয়ে রেখেছেন সৃজিত। ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে আরও অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, ঋতব্রত মুখোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। সৃজিত জানান, ছবিতে গানের বিষয় এখনও কিছুই ঠিক হয়নি। ছবি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে আগামি বছরের ২৩ জানুয়ারি।

Share Button

     এ জাতীয় আরো খবর