January 18, 2025, 5:22 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আইরিন তানি

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আইরিন তানি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিয়ে করলেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আইরিন তানি। বরের নাম সাইফুল হক চৌধুরী। গত ৩ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যেমের সঙ্গে কথা হয় তানির। এ সময় তিনি বলেন, ‘হুট করেই বিয়ে করে ফেললাম। ছোট পরিসরে দুই পরিবারের সদস্যরা মিলে আকদ অনুষ্ঠান শেষ করেছেন। রিসেপশনের পরিকল্পনা আছে। সে ব্যাপারে দিন তারিখ এখনো ঠিক হয় নাই। তানির বর সাইফুল হক চৌধুরী চট্টগ্রামের ছেলে। ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। পরিবারসহ ঢাকায় বসবাস করেন। এক বন্ধুর মাধ্যমে সাইফুলের সঙ্গে তানির পরিচয়। তারপর পারিবারিকভাবে বিয়ের বিষয়ে কথাবার্তা হয়। দুই পরিবারের সম্মতিতে ছয় সাত দিনের মধ্যে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয় বলেও জানান তানি। মনের মতো মানুষ পেয়ে ভীষণ খুশি আইরিন। উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় একজন ভালো মানসিকতার মানুষ খুঁজতাম, আমি বিশ্বাস করি আমার বর সেই মানসিকতার মানুষ। সাইফুল আমার সম মানসিকতার। আর আমার শ্বশুর-শাশুড়িও অনেক ভালো মনের মানুষ। এজন্য নিজেকে লাকি মনে হয়। আজ চট্টগ্রাম থেকে ঢাকায় শ্বশুর বাড়ি গিয়েছেন আইরিন। নতুন জীবন শুরুর লগ্নে সবার কাছে দোয়া চেয়েছেন। তার ভাষায়, ‘প্রত্যেকটি মানুষের জন্য আমি যেমন দোয়া করি, তেমনি অন্য সবার কাছেও আমাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি। বিয়ের পর অনেক অভিনয়শিল্পী মিডিয়া ছেড়ে দেন। কিন্তু আইরিন তা করছেন না বরং আগের মতোই কাজ করে যাবেন। আর এ বিষয়ে বর সাইফুলের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তানি। ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন আইরিন তানি। পরবর্তীতে বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে নাম লেখান। নাটক-টেলিফিল্মে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন। কিছুদিন আগে কলকাতার শঙ্খ ঘোষের নির্দেশনায় ‘মায়া’ সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়াও গোলাম মোস্তফা শিমুলের নির্দেশনায় ‘দ্যা লোনি’ ও ‘লবণ’ সিনেমায় কাজ করেছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর