January 11, 2025, 3:05 pm

সংবাদ শিরোনাম

ক্রিকেটার মোশাররফ রুবেলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রিকেটার মোশাররফ রুবেলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মোশাররফ রুবেলের হাতে চেক তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। এমন দুঃসময়ে রুবেল পাশে পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনে কক্ষে মোশাররফ রুবেলের হাতে দুই লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।

 

ভবিষ্যতেও রুবেলের পাশে থাকা এবং তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে এই অসুস্থ ক্রিকেটারের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবান ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর