বাংলাদেশের ছবিতে পূজা চোপড়া
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
প্রায় তিন দশক পর সিনেমায় ফিরেছেন চিত্রপরিচালক সি.বি. জামান। চলচ্চিত্রের নাম ‘এডভোকেট সুরাজ’ নির্মাণের ঘোষণা দেন। আর এতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। পূজা ‘কমান্ডো’ ছবির জন্য বাংলাদেশে বেশ পরিচিত মুখ। এদিকে ছবির নাম ভূমিকায় দেখা যাবে ‘হৃদয় রংধনু’খ্যাত অভিনেতা শামস হাসান কাদির। ‘এডভোকেট সুরাজ’র প্রযোজনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল থেকে বিষয়টিনিশ্চিত করা হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি সিনেমাটির জন্য পূজা চুক্তিবদ্ধ হয়েছেন। সেসময় উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেতা শামস হাসান কাদির ও বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক মাস্টার সৌরপ। বিষয়টি নিয়ে পূজা এক ভিডিও বার্তায় বলেন, ‘‘সবার জন্য দারুণ একটা সংবাদ হচ্ছে, আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এর নাম ‘এডভোকেট সুরাজ’। এটি পরিচালনা করছেন নির্মাতা সি.বি. জামান। দেখা হচ্ছে শিগগিরই। বলিউডে ক্যারিয়ার গড়ার আগে পূজা বিভিন্ন প্রতিযোগিতায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ২০০৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হন তিনি। ২০১১ সালে তামিল সিনেমা ‘পোন্নার শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর বলিউডে ‘ফ্যাশন’ ও ‘হিরোইন’ ও ২০১৩ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘কমান্ড’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেন। এ ছাড়া গত বছর ‘আইয়ারি’ সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।