January 18, 2025, 5:39 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

বাংলাদেশের ছবিতে পূজা চোপড়া

বাংলাদেশের ছবিতে পূজা চোপড়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রায় তিন দশক পর সিনেমায় ফিরেছেন চিত্রপরিচালক সি.বি. জামান। চলচ্চিত্রের নাম ‘এডভোকেট সুরাজ’ নির্মাণের ঘোষণা দেন।  আর এতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। পূজা ‘কমান্ডো’ ছবির জন্য বাংলাদেশে বেশ পরিচিত মুখ। এদিকে ছবির নাম ভূমিকায় দেখা যাবে ‘হৃদয় রংধনু’খ্যাত অভিনেতা শামস হাসান কাদির। ‘এডভোকেট সুরাজ’র প্রযোজনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল থেকে বিষয়টিনিশ্চিত করা হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি সিনেমাটির জন্য পূজা চুক্তিবদ্ধ হয়েছেন। সেসময় উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেতা শামস হাসান কাদির ও বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক মাস্টার সৌরপ। বিষয়টি নিয়ে পূজা এক ভিডিও বার্তায় বলেন, ‘‘সবার জন্য দারুণ একটা সংবাদ হচ্ছে, আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এর নাম ‘এডভোকেট সুরাজ’। এটি পরিচালনা করছেন নির্মাতা সি.বি. জামান। দেখা হচ্ছে শিগগিরই। বলিউডে ক্যারিয়ার গড়ার আগে পূজা বিভিন্ন প্রতিযোগিতায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ২০০৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হন তিনি। ২০১১ সালে তামিল সিনেমা ‘পোন্নার শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর বলিউডে ‘ফ্যাশন’ ও ‘হিরোইন’ ও ২০১৩ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘কমান্ড’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেন। এ ছাড়া গত বছর ‘আইয়ারি’ সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর