মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রিয়াঙ্কা জামান
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
গত ২৪ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টিভি নাটকের শুটিংয়ের একটি ছবি দিয়ে একটা ক্যাপশন দেন আমার কি হয়েছে আমি জানিনা, বাট কিছু একটাতো হয়েছে। সেই ছবিটি ছিল হাসপাতালের দৃশ্যের। এরপর ২৬ সেপ্টেম্বর বাস্তবই গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানানো হয়, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ হয়েছে। চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো রকম উন্নতি পরিলক্ষিত হয়নি। অভিনয় জীবনের ঘটনা যেনো বাস্তবতায় রূপ নিচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে পরদিন প্রিয়াঙ্কা জামানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার স্কয়ার হাসপাতাল থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা জামানকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে। এ ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ মোটামুটি কাজ করছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। যেহেতু তার বয়স কম, তাই কিছুটা আশা দেখছেন তারা। তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গতকাল সকালে প্রিয়াঙ্কা জামানের বড় বোন জেরিন জামান বলেন, ‘সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুস্থ হয়ে সে যেন আবারও সবার মাঝে ফিরে আসতে পারে। প্রিয়াঙ্কা জামান অনেক নাটকে অভিনয় করেছেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।