January 11, 2025, 6:39 pm

সংবাদ শিরোনাম

বগুড়া সদর উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

আকাশ বগুড়াঃ

গত বুধবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা স্কুল মাঠে উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, নিশিন্দার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শাহনাজ,একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সহ সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত খেলায় নুনগোলা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পল্লীমঙ্গল স্কুলকে পরাজিত করে জয়লাভ করে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর