September 8, 2024, 8:46 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মেয়রের ১ বছরের কারাদন্ড

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর সভার মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ জুলাই লোডশেডিং জনিত কারনে উপজেলার দিগনগর গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু তার লোকজন হামলা চালায়। এ সময় উপকেন্দ্রে ভাংচুরসহ ইউসুফ আলী নামের এক লাইন ম্যানকে মারধর করে তারা। এ ঘটনার পরের দিন ১৪ জুলাই ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন এমরুল হাসান মাসুদ বাদি হয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামী করে হরিণাকুন্ডু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি পিবিআই পরিদর্শক আব্দুল লতিফ ৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিচারক তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডের সাথে এক হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেন তিনি। জরিমানার টাকা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এ মামলার অন্য ৫ আসামীকে খালাস দেয়া হয়েছে। পরে আপিল আবেদন করার স্বাপেক্ষে আদারত তার জামিন মঞ্জুর করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর