টপ টেনের শীর্ষে আলিয়া
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
জীবনের প্রথম মিউজিক ভিডিও। সেটি মুক্তি পেতেই টপ টেনের শীর্ষে চলে এসেছে আলিয়া ভাটের ‘প্রাডা’। গায়িকা হিসেবে আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। সবে বয়স ২৬। আর তাতেই মুকুটে একের পর এক পালক। স্টাইল স্টেটমেন্ট থেকে অভিনয়- সবেতেই দর্শককে মাত করার পর এবার মিউজিক ভিডিও। ‘দ্য দূরদর্শন’ নামের ব্যান্ডের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন আলিয়া। ব্যান্ডের সদস্যরা হলেন ওঙ্কার সিং ও গৌতম শর্মা ওরফে বাবা।
এর আগে ‘ল্যাম্বরঘিনি’ নামের গানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ব্যান্ড। এরইমধ্যে ‘প্রাডা’ গানটি গাওয়া ও পারফরমেন্সের মাধ্যমে তাক লাগিয়েছেন আলিয়া। মাত্র দুই দিনে এক কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন গানটি। আলিয়া বলেন, এত অল্প সময়ে এতটা সাড়া পাবো ভাবিনি। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর আমার পুরো ব্যান্ডকে ধন্যবাদ। কারণ তাদের সহযোগীতা না থাকলে এটা সম্ভব ছিলো না।