October 18, 2024, 1:42 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

রংপুর মেডিকেলে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি

রংপুর মেডিকেলে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত ১০ দিনে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্তদের রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সবার রংপুরের অঞ্চলের বাসিন্দা। জানা যায়, হাসপাতালের ১, ৩, ৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার আবিদ আহসান (২০), পীরগাছার দেউতি এলাকার পুনয় সরকার (১৮), মিঠাপুকুরের হরিকেশ গ্রামের অনিক ইসলাম (২৪), রংপুর নগরের গণেশপুর এলাকার স্বাগত রায় (২০), ঠাকুরগাঁও সদরের নাইমুল ইসলাম (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের হাসান (২৪), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোলাম মোস্তফা (২৪), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের আজানুর রহমান (২২), রংপুর নগরের নুরপুর এলাকার ফজলুল হক (২০) এবং মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাশিরাম গ্রামের পরিতোষ সরকারের (২৫)। এ ছাড়া লালমনিরহাটের দুইজন রোগী আছেন বলেও জানা যায়। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। যারা ভর্তি কোচিং করতে ঢাকা গিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালে তারা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন। রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বলেন, অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়েছেন। বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন অনেকটাই শঙ্কামুক্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর