December 23, 2024, 6:07 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ: বাণিজ্যমন্ত্রী

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ: বাণিজ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় অথচ রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হেরে গেছে জাতীয় পার্টি বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও সকল দেশী-বিদেশী মিডিয়া এবং রংপুরের মানুষ স্বচক্ষে দেখেছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিন্তু একমাত্র বিএনপি বলেছে নির্বাচনে কারচুপি হয়েছে। তিনি আরো বলেন, এসব কারণে আগামি দিনগুলোতে বিএনপির কথার কোন মূল্য নাই। গতকাল শুক্রবার দুপুরে দিকে ভোলা শহরের গাজীপুর রোডে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগমী সংসদ নির্বাচনে বিএনপিকে বর্তমান সরকারের অধিনেই অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে তিনি সাংবাদিকদের বলেন, সহায়ক সরকার বলে কিছু নেই, এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে এবং বিএনপিকে সেই নির্বাচনে আসতে হবে। যদি তারা না আসে সেটা তাদের ব্যপার। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়ে আসছে বিএনপি, যা বরাবরই প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেলা ১১টার দিকে ভোলা শহরের গাজিপুর রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর