October 11, 2024, 2:23 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

তেহরানকে সতর্ক থাকার হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানকে সতর্ক থাকার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়ানোর ঘোষণায় তেহরানকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার পরমাণু চুক্তি থেকে সরে আসার বিষয়ে তেহরানের ঘোষণার কিছু পরেই সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। এর আগে, এক টুইটে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এই সিদ্ধান্তের ফলে ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইউরেনিয়াম মজুদের পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। রোববার ইরান জানায়, ২০১৫ সালে ছয় বিশ্ব-পরাশক্তির সঙ্গে চুক্তি অনুযায়ী, তিন দশমিক ছয় সাত শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করবে তারা। গত বছর, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসার পর, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার জবাবেই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি। তেহরানের আণবিক সংস্থার মুখপাত্র বেহরৌজ কামলাভান্দি জানান, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অন্যান্য অংশীদাররা কার্যকর পদক্ষেপ না নিলে প্রতি ৬০ দিন অন্তর অন্তর পরমাণু চুক্তির লংঘন ঘটানো হবে। আমরা যে কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে প্রস্তুত।’ এদিকে, ইরানের এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইরানের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

Share Button

     এ জাতীয় আরো খবর