October 11, 2024, 4:38 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

থেমে যাওয়া আলোচনা ফের শুরু করবে যুক্তরাষ্ট্র-উ. কোরিয়া

থেমে যাওয়া আলোচনা ফের শুরু করবে যুক্তরাষ্ট্র-উ. কোরিয়া

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাক্ষাতের পর এ বছরের শুরুতে থেমে যাওয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরু করতে রাজি হয়েছেন দু’নেতাই।উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত নির্দেশক লাইনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প।গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকে দুই নেতার মধ্যে সমঝোতা হলেও  এ বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামের বৈঠক ভেস্তে যায়। তারপর থেকেই দুপক্ষে আলোচনা থমকে আছে।গত সপ্তাহে জাপানে জি-২০ সম্মেলনে যোগ দিয়ে দক্ষিণ কোরিয়া সফরের কথা জানান ট্রাম্প। সেখানে যাওয়ার আগে টুইটারে কিম জং উনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন তিনি। সেই ধারাবাহিকতায়ই গত রোববার দুই কোরিয়ার সীমান্তে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প।দক্ষিণ কোরিয়ার অংশে ফ্রিডম হাউসে বৈঠক করেন তারা। প্রাথমিকভাবে তাদের বৈঠককে কেবল একটি শুভেচ্ছা বৈঠক বলা হলেও শেষ পর্যন্ত দুনেতা প্রায় এক ঘন্টা কথা বলেন।কিছু সময়ের জন্য তাদের আলোচনায় যোগ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনও। ফলে নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠকও হয়।পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “বৈঠক খুবই ভাল হয়েছে। আমরা দেখব কি হয়।” তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া আলোচনা আবার সামনে এগিয়ে নিতে দুই পক্ষই দল গঠন করবে।দু’দেশের আলোচকরা আগামি সপ্তাহেই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে বলে জানান ট্রাম্প। তিনি তাড়াহুড়ো করে কিছু করতে চান না বরং সঠিকভাবেই কাজটি করতে চান বলে জানান। ট্রাম্প এও বলেন যে, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।যদিও আলোচনার অংশ হিসাবে ট্রাম্প সেগুলো শিথিল করার পথ খোলা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। কিমকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান ট্রাম্প।

Share Button

     এ জাতীয় আরো খবর