October 7, 2024, 10:32 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

প্রিয়াঙ্কাকে হারালেন দীপিকা

প্রিয়াঙ্কাকে হারালেন দীপিকা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের মধ্যে শুধু যে ছবির সংখ্যা, অভিনয় দক্ষতা, পারিশ্রমিক নিয়ে প্রতিযোগিতা চলে এমন ধারণা ভুল। সামাজিক যোগাযোগমাধ্যমে কার ভক্তের সংখ্যা কত, এ নিয়েও তুমুল প্রতিযোগিতা চলে তারকাদের মধ্যে।

আর সে তালিকায় বলিউড নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছেন দীপিকা পাডুকোন। গোটা তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান সাত নম্বরে।

তবে তিনি একা এই জায়গা দখল করতে পারেননি। জায়গাটা তিনি ভাগ করে নিয়েছেন ভারতীয়দের ক্রিকেট-ঈশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গে।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, মঙ্গলবার টুইটার প্রকাশ করে ‘মোস্ট ফলোড ইন্ডিয়ানস অব দ্য ইয়ার ২০১৭’-এর তালিকা। যেখানে ২২.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে দীপিকা পেছনে ফেলেন প্রিয়াঙ্কাকে।প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ২০.৪ মিলিয়ন। গত বছর তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ১৬.৫ মিলিয়ন।

চলতি বছরে ‘পদ্মাবতী’ বিতর্কে সবার নজরে চলে আসেন দীপিকা। ফলে হু-হু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ারের সংখ্যা। অন্যদিকে অনেক দিন ধরেই বলিউড থেকে দূরে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

হলিউডের জনপ্রিয় কোয়ান্টিকো ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে বলিউড থেকে হলিউডেই সময় দিয়েছেন তিনি। ফলে ভক্তের সংখ্যায় তিনি আর পেরে ওঠেননি দীপিকার সঙ্গে।  তবে শীর্ষস্থান দখল করেছেন ভারতের নরেন্দ্র মোদি। তাঁর ফলোয়ারের সংখ্যা ৩৭.৫ মিলিয়ন, যা গতবছর ছিল ২৪.৬ মিলিয়নে।

তাঁর পরেই রয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তাঁর ফলোয়ারের সংখ্যা ৩১.৫ মিলিয়ন। প্রায় এক মিলিয়ন ফলোয়ার কম নিয়ে পরের স্থানেই রয়েছেন শাহরুখ খান। চতুর্থ স্থানটি যৌথভাবে দখলে নিয়েছেন সালমান খান। শাহরুখের চেয়ে প্রায় দুই মিলিয়ন কম ফলোয়ার রয়েছে সালমানের।

এর পরে রয়েছেন যথাক্রমে অক্ষয় কুমার, আমির খান, দীপিকা পাডুকোন, শচীন টেন্ডুলকার, হৃতিক রোশন, বিরাট কোহলি।

তাঁদের মধ্যে গত বছরের তুলনায় ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে নরেন্দ্র মোদি ও অক্ষয় কুমারের। গত বছরের তুলনায় এ বছর ভক্ত বেড়েছে প্রায় ৫২ শতাংশ।

Share Button

     এ জাতীয় আরো খবর