May 20, 2024, 3:26 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়ায়ে যাবে: বাণিজ্যমন্ত্রী

২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়ায়ে যাবে: বাণিজ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সব সেক্টরে পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রিজার্ভ, এক্সপোর্ট, রেমিটেন্স খাতে বাংলাদেশের অর্জন বিস্ময়। বর্তমানে ৪১ বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি। গতকাল শনিবার রাজধানীর মাইডাস সেন্টারের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, পাট, চামড়া ও পোশাক খাতের উপর নির্ভর করেই রপ্তানি আয় বাড়বে। শুধু পাকিস্তান নয় সামাজিক খাতে আমরা ভারতকেও পেছনে ফেলেছি। এখন আমরা বছরে ৮০ মিলিয়ন কেজি চা উৎপাদন করে থাকি। তবে চা বিদেশি রপ্তানি করি না। এটা আমরা নিজেরাই কনজ্যুম করি। এখন সকালে এক হাতে চায়ের কাপ অন্য হাতে টিভি রিপোর্ট থাকে। আসলে এটাই উন্নয়নশীল দেশের নমুনা। দেশের উন্নয়ন তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা মুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনালের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন ইতিবাচক উন্নয়নের রোল মডেল। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে দেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, বাজেটের আকার সবই বেড়েছে। এসব ইতিবাচক উন্নয়নের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এসময় আরও উপস্থিত ছিলেন মাইডাস সেন্টারের চেয়ারম্যান পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান, পরিচালক রোকেয়া আফজাল রহমান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর