September 21, 2024, 6:52 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

রৌমারীতে আন্ত:জেলা ৮ মাদক কারবারী গ্রেফতার

জিতেন চন্দ্র দাস,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় রৌমারীর ইয়াবার মহাজন হিসেবে পরিচিত শাহ আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার হন ইয়াবা কিনতে আসা আন্তঃজেলা মাদক চোরাচালানের সাথে জড়িত আরও ৭ মাদক কারবারি। এসময় তাদের কাছে থাকা ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।গত  ১৭সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। শাহ আলম উপজেলার চরশৌলমারী ইউনিয়নের আলজেস আলীর ছেলে।গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের কাশেম শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫), একই উপজেলার পাইসকা গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে সুজন সূত্রধর (৩২), ইসলামপুর গ্রামের শাহাজামালের ছেলে শরিফ (৩০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ নামাজের চর গ্রামের আকবর আলীর ছেলে রবি চাঁন মিয়া (২৯), একই এলাকার নাসিম উদ্দিনের ছেলে শান্ত হোসেন (২৬), নুর হোসেনের ছেলে মিজানুর রহমান (২৩), মংলা শেখের ছেলে বাবু মিয়া (২৪)।রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, পুলিশের কাছে তথ্য ছিল একটি আন্তঃজেলা মাদক চোরাকারবারি ইয়াবার সেম্বল (নমুনা) দেখতে উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটার শাহা আলমের বাড়িতে অবস্থান করছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে এসআই তুহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালায়। ইয়াবার সেম্বল দেখার সময় ৮০০পিস ইয়াবাসহ হাতে নাতে আটক হন ওই ৮ সদস্যের মাদক চক্রটি। তিনি আরও জানান, গ্রেফতার শাহা আলম দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর