May 20, 2024, 5:13 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

রাতে ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রের দাফন করেছে সরকার: মীর নাছির

রাতে ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রের দাফন করেছে সরকার: মীর নাছির

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মীর নাছির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গণতন্ত্রের দাফন করেছে। কিন্তু বিএনপির শক্তি এদেশের জনগণ। জনগণকে নিয়েই গণতন্ত্র পুনঃরুদ্ধার করা হবে। ‘বিএনপি দেউলিয়া হয়ে গেছে’ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের এমন বক্তব্যের জবাবে মীর নাছির এসব কথা বলেন। গতকাল বুধবার বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মীর নাছির উদ্দিন বলেন, যদি সাহস থাকে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন বিএনপি দেউলিয়া হয়েছে কি না! বিএনপির শক্তি এদেশের জনগণ। বিএনপি নয়, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। আর বিশেষ বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন মঙ্গু, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আবদুস ছত্তার খান, গৌরনদী বিএনপি সভাপতি আবুল হোসন, গিয়াস উদ্দিন দিপেন, হিজলা বিএনপি সভাপতি গফফার তালুকদার, আনওয়ার হোসেন দুলাল, অধ্যক্ষ আমিনুর রহমান হুমাউন প্রমুখ বক্তব্য দেন। সাংগঠনিক সভায় আগামীদিনের রাজনৈতিক কর্মকা- কীভাবে চলবে সে বিষয়ে মতামত দেন গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী হিজলা ও মেহেন্দিগঞ্জসহ উত্তর জেলা বিএনপির নেতারা।

Share Button

     এ জাতীয় আরো খবর