May 20, 2024, 5:46 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

প্লাস্টিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় বন্ধের পথে নীলফামারীর ৬টি পাটকল

প্লাস্টিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় বন্ধের পথে নীলফামারীর ৬টি পাটকল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্লাস্টিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে নীলফামারী জেলার ৬টি বেসরকারি পাটকল। প্লাস্টিক পণ্য বাজারে ছড়িয়ে পড়ায় পাটজাত পণ্যের ব্যবহার কমে যায়। ফলে বন্ধ হওয়ার আশঙ্কায় ব্যক্তি মালিকানাধীন এসব পাটকল প্রতিষ্ঠান। বাজারে পাটজাত পণ্যের ব্যবহার কমেছে, সেই সাথে কমেছে পাটকলগুলোর ৭৫ শতাংশ উৎপাদন। ফলে কর্মসংস্থান হারানোর শঙ্কায় রয়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক। নীলফামারী কৃষি বিভাগ থেকে জানা যায় প্রতি বছরই নীলফামারীতে বাড়ছে সোনালী আঁশ পাটের আবাদ। কয়েক বছর থেকে পাটের দাম ভালো পাওয়ায় এ অর্থকরী ফসলের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে সহজে কাঁচামাল পাওয়ায় সৈয়দপুর ও নীলফামারী সদরে গড়ে উঠেছে ৬টি বেসরকারি পাটকল। এসব পাটকলে কাজ করেন প্রায় ১০ হাজার শ্রমিক, তারা তৈরি করছেন পাট দিয়ে বস্তা, সুতা, সুতলি, ব্যাগসহ বিভিন্ন পাটের পণ্য। কিছু নির্দিষ্ট পণ্য বাজারজাত করতে পাটের ব্যাগ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। প্লাস্টিক ব্যাগের ব্যবহার অব্যাহত থাকায় লোকসানের মুখে পড়েছে পাটকলগুলো। মেসার্স এনডি জুট মিলের মালিক রাজ কুমার পোদ্দার জানান, কাঁচামালের দাম বেশি হওয়ার পাশাপাশি বাজারে পাট পণ্যের চাহিদা কমে যাওয়ায় কোটি কোটি টাকার পাটজাত পণ্য অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এতে বেশিরভাগ পাটকলে ৭৫ শতাংশ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে, বেকার অবস্থায় অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন পাটকল শ্রমিকরা। ইকু জুট মিলের মালিক সিদ্দিকুল আলম জানান, বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে ভারত উচ্চমাত্রায় অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করায়, এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া জানান, পলিথিন ব্যবহার বন্ধ এবং পাট পণ্যের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ তদারকি করা হচ্ছে। সম্প্রতি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন আটক করা হয়েছে। এদিকে পাট দিয়ে বিভিন্ন পাটজাত পণ্য তৈরি করছে সৈয়দপুরে বেশ ক’টি বেসরকারি প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম এমসিসি। এ প্রতিষ্ঠানের পরিচালক গিয়াস উদ্দিন বলেন, আমরা দীর্ঘ কয়েক যুগ থেকে পাট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছি। আমাদের তৈরি পণ্য যেমন, ব্যাগ, গালিচা, বস্তা, সুতা, দেয়াল পঞ্জিকাসহ বিভিন্ন পণ্য দেশে বাজারজাত করণের পাশাপাশি বাইরের দেশেও রপ্তানি করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর