September 21, 2024, 6:55 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

কিমের সঙ্গে বৈঠক প্রশ্নে ট্রাম্পের নতুন টুইট

কিমের সঙ্গে বৈঠক প্রশ্নে ট্রাম্পের নতুন টুইট

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর সঙ্গে বৈঠকের ব্যাপারে আবারও ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক প্রশ্নে আমাদের একটা দুর্দান্ত টিম কাজ করছে।’ এর আগেও এক  টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘সবকিছু খুব ভালোভাবে যাচ্ছে।’ পাঁচদিন আগে প্রশাসনের কর্মকর্তাদের চিঠি দিয়ে কিমের সঙ্গে বৈঠক বাতিলের তাগিদ দিয়েছিলেন ট্রাম্প। ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নরেট বলেন, ‘২৪মে ট্রাম্প চিঠি দেওয়ার পর থেকে উত্তর কোরিয়া আবার যোগাযোগ করতে শুরু করেছে।’পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামি ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (২৪ মে) উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। কিমের কাছে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে বৈঠকের জন্য আমি খুবই উন্মুখ ছিলাম। দুঃখজনকভাবে, ভয়ানক ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতার ওপর ভিত্তি করে দেওয়া আপনার অতি সাম্প্রতিক বিবৃতির প্রেক্ষিতে আমি মনে করি এটি বৈঠকের যথার্থ সময় নয়।’ ট্রাম্পের এ সিদ্ধান্তে উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক বিশ্ব হতাশা প্রকাশ করে। এরপর গত শুক্রবার ২৫ মে ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন ইঙ্গিত দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর