July 27, 2024, 12:48 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সুনামগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে স্কুলব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়ত বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও আইএফআইসি ব্যাংকের সুনামগঞ্জ শাখার সমন্বয়ে এবং সুনামগঞ্জে ২৫ টি ব্যাংকের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিজনেস ডিভিশন( বৃহত্তর সিলেট) ম্যানেজার মো:মশিউর  রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সর প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মোঃআনিসুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস )রাজন কুমার দাস।

সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার  তোড়া রায়ের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, একই বিদ্যালয়ের দশম ম্রেণির  শিক্ষার্থী সৌহাদ্য রায় প্রমুখ।

পরে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায়   প্রথম স্থান অধিকার করে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারিজাত পুরকায়স্থ, দ্বিতীয় স্থান অধিকার করে জগন্নাথপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অন্নেষা রানী পাল ও তৃতীয় স্থান অধিকার করে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কুরআনুল করিম থেকে তেলাওয়াত করে ডাচবাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ম্যানেজার মোঃগোলাম আজাদ এবং গীতা পাঠ করেন জনতা ব্যাংক সুনামগঞ্জ শাখার কর্মকর্তা শাওন রায় চৌধুরী।

সকালে স্কুলব্যাংকিং কনফারেন্সর বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলব্যাংকিং কনফারেন্স এসে মিলিত হয়ে কনফারেন্স কে সাফল্য করে তুলে।

Share Button

     এ জাতীয় আরো খবর