December 23, 2024, 9:39 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

জৈন্তাপুরে পাথর কোয়ারির দখল নিয়ে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

জৈন্তাপুরে পাথর কোয়ারির দখল নিয়ে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

সিলেট অফিস

সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। রোবববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনার জেরে বেলা ১ টা থেকে জৈন্তাপুর থানা সদরের বাস স্টেশনে অবস্থান নিয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে  রাখে কামাল আহমদের অনুসারীরা। বিকেল সাড়ে ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত রয়েছে। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ীর জট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন জাফলং বেড়াতে আসা পর্যটকরাও। অবরোধকারীদের সাথে বৈঠকে বসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌরিন করিমসহ প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে শ্রীপুরের সাত নম্বর পাথর কোয়ারি এলাকার দখল নিয়ে ওই দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। আজ লিয়াকতের অনুসারীরা কোয়ারিতে পাথর তুলতে গেলে কামাল অনুসারিরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোয়ারি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর