গোপালগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন বলে গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল জানান। আসামিরা হলেন সদর উপজেলার ছোটফা গ্রামের মুনজিল মোল্লার ছেলে দুখু মোল্লা (২২) ও একই গ্রামের কেরামত মোল্লার ছেলে সাইদুল মোল্লা (২৩)। মামলার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল। মেয়েটির বাবা বলেন, মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় প্রতিবেশী দুখু ও সাইদুল তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় তারা দেখে নেওয়ার হুমকি দেয়। গত বুধবার সকালে ভ্যান চালাতে বের হই এবং স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে যায়। এ সুযোগে মেয়েকে বাড়িতে একা পেয়ে ওই দুইজন ধর্ষণ করে পালিয়ে যায়। এসআই বলেন, মামলার পর মেয়েটিকে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়া হয়েছে। তাছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।