December 22, 2024, 11:28 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

হাসানুজ্জামান কলকাতা:শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়া জেলার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আসার কথা ছিল ২৪ অক্টোবর। কিন্তু, ঘূর্ণিঝড় দানার জন্য সেই সফর পিছিয়ে যায়। শনিবার (২৬ অক্টোবর) রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। তবে বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় তাঁর হুগলি জেলার আরামবাগ সফর বাতিল করা হয়েছে।
শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন। নদীয়া জেলার
কল্যাণী থেকে দুপুর একটা নাগাদ তাঁর হুগলি জেলার আরামবাগে পৌঁছনোর কথা ছিল। সেখানে একটি সরকারি কর্মসূচি ছিল। সরকারি ওই সমবায় কর্মসূচি কৃষকদের সঙ্গে কথা বলতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হুগলি জেলার আরামবাগেই মধ্যাহ্নভোজ করবেন বলে ঠিক ছিল। আরামবাগ থেকে কলকাতায় আসতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, বৃষ্টির জেরে যে মাঠে কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই মাঠে জল জমে যাওয়ায় অমিত শাহের চপার নামতে পারবে না। তাই হুগলি জেলার আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে কল্যাণী থেকে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার সল্টলেকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচি রয়েছে।
প্রতি ৬ বছর অন্তর বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হয়। বিভিন্ন রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও, বাংলায় এখনও তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আগে ঠিক ছিল, ২৪ অক্টোবর কলকাতায় দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন শাহ। কিন্তু, ঘূর্ণিঝড় দানার জন্য সফর পিছিয়ে দেন। রবিবার সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে দলের রাজ্য নেতাদের শাহ একাধিক নির্দেশ দিতে পারেন বলে সূত্রের খবর। রবিবার রাতেই দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Share Button

     এ জাতীয় আরো খবর