January 11, 2025, 12:48 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার অশ্বিন: মুরলিধরন

এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার অশ্বিন: মুরলিধরন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রবিচন্দ্রন অশ্বিন যে সেরাদের সেরা সে বিষয়ে কোনো সন্দেহ পোষণ করবেন না কেউ। তবে উপমহাদেশের বাইরেও অশ্বিনের এই জাদুকরী স্পিন কার্যকর কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেন অনেকেই।

তবে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন মনে করেন, এই সময়ে বিশ্বের সেরা স্পিনার অশ্বিন। টেস্টে সর্বাধিক উইকেট শিকারী এই মায়াবী ঘাতক দ্রুততম ৩০০ উইকেট নেওয়া অশ্বিনকে অভিনন্দনও জানিয়েছেন।

কয়দিন আগেই নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ডেনিস লিলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের প্রশংসা করে মুরলি বলেন, ‘আমি অশ্বিনকে অভিনন্দন জানাতে চাই। টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট নেওয়া নিশ্চিত ভাবেই একটা বড় কৃতিত্ব। একজন বোলারের কাছে এটা কখনই সহজ নয়।’

৩০০ উইকেট নিতে স্বয়ং স্পিন কিংবদন্তি মুরলিধরন খেলেছিলেন ৫৮টি টেস্ট। মোট ১৩৩টি টেস্ট খেলে মুরলির উইকেট সংখ্যা ৮০০। অশ্বিনকে বিশ্বের ‘সেরা স্পিনার’ হিসেবে ব্যাখ্যা করে  মুরলি বলেন, ‘এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনার অশ্বিন। যদিও এই মুহূর্তে সে ভারতের ওয়ানডে দলে নেই; তবে আমি আশা করি শীঘ্রই সে জাতীয় ওয়ানডে দলে ফিরে আসবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর