January 11, 2025, 9:49 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

পঞ্চম সেরা রেটিংয়ে স্মিথ

পঞ্চম সেরা রেটিংয়ে স্মিথ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে স্টিভেন স্মিথ শীর্ষে ছিলেন আগে থেকেই। ব্রিজবেন টেস্টের পারফরম্যান্সে অবস্থানকে করেছেন আরও সংহত। অর্জন করেছেন সর্বকালের পঞ্চম সেরা রেটিং পয়েন্ট।

অ্যাশেজের শুরুর টেস্টে নিজের একমাত্র ইনিংসে ১৪১ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেছেন স্মিথ। ২১তম টেস্ট সেঞ্চুরি তাকে এনে দিয়েছে ৫ রেটিং পয়েন্ট। ৯৪১ রেটিং পয়েন্ট নিয়ে স্পর্শ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক পিটার মেকে।

সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টে স্মিথের ওপরে আছেন কেবল চার জন। সর্বকালের সেরা রেটিং পয়েন্ট ডন ব্র্যাডম্যানের ৯৬১। ৯৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে লেন হাটন। রিকি পন্টিংয়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৪২।

ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন চেতেশ্বর পুজারাও। শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টে ১৪৩ রানের ইনিংস খেলে ভারতীয় ব্যাটসম্যান পেয়েছেন ২২ রেটিং পয়েন্ট। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে চার থেকে উঠে এসেছেন দুইয়ে।

দুই থেকে তিনে নেমেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তিন থেকে চারে কেন উইলিয়ামসন। নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করে বিরাট কোহলি অর্জন করেছেন ৬০ রেটিং পয়েন্ট। ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই আছে পাঁচে।

ব্রিজবেন টেস্টে দারুণ কিছু করতে না পারলেও বোলাদের শীর্ষস্থান ধরে রেখেছেন জেমস অ্যান্ডারসন। নাগপুরে ৫ উইকেট নিয়ে তিন থেকে দুইয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। তিনে নেমেছেন কাগিসো রাবাদা।

Share Button

     এ জাতীয় আরো খবর