January 11, 2025, 9:41 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

বিসিবি ‘হাই প্রোফাইল’ কোচ খুঁজছে

বিসিবি ‘হাই প্রোফাইল’ কোচ খুঁজছে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও সম্পর্ক ছিন্ন হয়নি। তবে অবস্থাদৃষ্টে কেবল আনুষ্ঠানিকতা বাকি। বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহে অধ্যায় শেষ, এটা মোটামুটি মেনেই নিয়েছে বিসিবি। চলছে ‘হাই প্রোফাইল’ একজন নতুন কোচের সন্ধান।

গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। সফর শেষের পর থেকেই তার ফেরার অপেক্ষায় আছে বোর্ড। তবে হাথুরুসিংহে ফেরেননি। লঙ্কান গণমাধ্যমের খবর, বাংলাদেশ কোচ দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার।

হাথুরুসিংহের মনোভাব বুঝতে পেরে নতুন কোচ খোঁজা শুরু করেছে বিসিবি। প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, কেমন কোচ চায় বোর্ড।

“বাংলাদেশ দলের জন্য হাই প্রোফাইল কোচ আনার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। ক্রিকেটে বিশ্বে হাই প্রোফাইল কোচদের সবসময় পাওয়া যায় না। এখন যাদের পাওয়া যাচ্ছে, তাদের মধ্য থেকেই একজনকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দেয়ার চেষ্টা করছি।”

‘হাই প্রোফাইল’ মানে কেমন, সেটির একটি ধারণাও দিলেন বিসিবির প্রধান নির্বাহী।

“হাই প্রোফাইল মানে, আমরা সব কিছু মিলে দেখতে চাচ্ছি। যেহেতু আমাদের হাথুরুসিংহের মত কোচের সাথে কাজের অভিজ্ঞতা আছে। তার পদ্ধতি, টেকনিক এসব আমরা জেনেছি। তাই ওরকম কোচকেই আমরা হাই প্রোফাইল হিসেবে বিবেচনা করব।”

“সেটা হতে পারে বড় কোনো নাম। তবে বড় নামের চেয়ে আমরা প্রোফাইলের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি। কোচিং ক্যারিয়ারের প্রতি আমাদের আগ্রহটা বেশি।”

জানুয়ারির প্রথম সপ্তাহেই আবার শুরু হয়ে যাবে জাতীয় দলের ব্যস্ত সময়। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও আছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিসিবি চেষ্টা করছে, শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কোচকে আনতে।

“বোর্ড সভাপতি বলেছেন যদি আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশি কোচ না পাই, তাহলে অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে হবে। এরপরেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যেন শ্রীলঙ্কা সিরিজের আগেই একজনকে জাতীয় দলের দায়িত্ব দিতে পারি।”

Share Button

     এ জাতীয় আরো খবর