April 27, 2025, 6:35 pm

সংবাদ শিরোনাম
নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল

লোহাগাড়ায় আমিরাবাদ-এ কুলিং কর্ণারের ব্যবসার অন্তরালে ইয়াবা ব্যবসা; ইয়াবা ব্যবসায়ী আটক-১

লোহাগাড়ায় আমিরাবাদ কুলিং কর্ণারের ব্যবসার অন্তরালে ইয়াবা ব্যবসা; ইয়াবা ব্যবসায়ী আটক

 

চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামে লোহাগাড়াউপজেলার আমিরাবদ ইউনিয়ন রাজঘাটা সংলগ্ন গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনের কুলিং কর্ণার হতে এক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগাড়া পুলিশ। এই সময় তার কাছ থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যবসায়ীর নাম মুহাম্মদ জাহেদ (৩০), সে চুনতি ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র। সূত্রমতে জানাগেছে বিগত কয়েক বছর ধরে মুহাম্ম জাহেদ কুলিং কর্ণারের ব্যবসা পরিচালা করে আসছিল। সে কুলিং কর্ণারের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটের ব্যবসাও চালাত। গত ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় স্থানীয় ইউপি মেম্বার আতাউর রহমান চৌধুরী বাবুলসহ এলাকাবাসী সাথে নিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করা অস্থায় পুলিশ তাকে আটক করে। তাৎক্ষনিক খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনাচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার)’র নির্দেশে থানার এএসআই মাসুকুর রহমান ও তার সহযোগি পুলিশ ফোর্সদের সাথে নিয়ে ৫৫টি ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। থানার এএসআই মাসুকুর রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করত সক্ষম হয়েছেন। আটককৃত ইয়াবা ব্যবসায়ী জাহেদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ সোহরাওয়ার্দী (সরওয়ার)।

Share Button

     এ জাতীয় আরো খবর