December 23, 2024, 12:00 am

সংবাদ শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

বগুড়ায় মুখোমুখি বিএনপির নতুন ও পুরাতন নেতার দুই গ্রুপ

বগুড়ায় মুখোমুখি বিএনপির নতুন ও পুরাতন নেতার দুই গ্রুপ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ার সোনাতলায় দুই গ্রুপের মধ্যে সহিংসতার আশংকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে নতুন ও পুরাতন নেতার দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় এঘটনা ঘটে। পরে নির্ধারিত এলাকার বাইরে গিয়ে কেক কাটেন বিএনপি নেতা মোশাররফ হোসেন চৌধুরী।

জানাগেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেন চৌধুরী সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেন।

এউপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকার মোশারফ চৌধুরী সমর্থিত কয়েক’শ নেতাকর্মী অনুষ্ঠানস্থলে সমবেত হয়। এদিকে, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহসানুল তৈয়ব জাকিরের কর্মী সমর্থকরা কেক কাঁটা অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে দিয়ে অনুষ্ঠান স্থলের পার্শ্বে কলেজ বাজার এলাকায় অবস্থান নেয় এবং মোশারফ হোসেনের আগমন প্রতিহত করার ঘোষনা দেয়। ফলে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সহিংসতার আশঙ্কা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করে দুই পক্ষের নেতাকর্মীকে সরিয়ে দেয়া হয়। অন্যদিকে, নির্ধারিত স্থানে অনুষ্ঠান করতে না পেরে পার্শ্ববর্তী জোড়গাছা ইউনিয়নের বুড়িমারি গ্রামে জোড়গাছা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বাসার সামনে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করেন মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, পাকুল্যা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। সেখানেও পুলিশ উপস্থিত হয়ে বাধা দেয়ার চেষ্টা করে। সোনাতলা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, কেক কাঁটা অনুষ্ঠান নিয়ে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কেক কাঁটা অনুষ্ঠান পালন করতে দেয়া হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর